যখন জেগে উঠি
বুকে হাত দিয়ে ছুঁয়ে দেখি আমার জীবন
দেখি ফিরে নিঃশ্বাস অজানতে
খুঁজি অকারণ শিহরণ
খুলে দেই নতুন দিনের মুঠি।

প্রতিদিন বাঁচার নেশায়
হাতছানি দেয় ভালোবাসা

আমার জীবিত বা মৃত ঘোষণা
ভাঙে সে ইশারা
ভাঙে যত খুশি যত ব্যথা
যেমন ঢেউ এসে পাড় ভাঙে
জাগে চর গড়া আশা

জীবনটা কাছে এনে দেয়
অনুভবে খোলা চোখ দুটি।

মনের জোরে পাই নতুন দিশা
আমার পৃথিবীর আলো আশা

কষ্টের জয়ে গড়ি সুঠাম জীবন
সাথে বন্ধু স্বজন
সাথে প্রেমহীন সুদূর আপন
আমি গেয়ে যাই আনন্দ গান
ভোরের আলোয় মোছে ধোঁয়াশা

রয়েছে জীবনের যা কিছু বাকি
সাজিয়ে উপহারে নেব আমি ছুটি।।



গীতিকাব্য
ধৃতি রাজ