ভোরবেলা ঝড় তেজে,
বক ভাসে আকাশে,
কোথা হতে কোথা যায়,
মাতাল সে বাতাসে।

বৃষ্টি ভেজা ভারী পাখা,
খসে পড়ে মাটিতে,
কোন্ দিকে খাবি খেয়ে,
ছোঁ-মারে শূন্যে।

ঘন কালো আধো আলো,
দেখা নাহি যায়,
পাক খেয়ে মেঘ চলে,
উর্দ্ব গগনে ধায়।

কির্ কির্ ধরাস্ মরাৎ,
বেঁকে পড়ে ওঠে,
বাঁশ যেন নেশা ভাঙে,
বকের তালে তালে।

মাঝ মেঘে চিড় ধরে,
ঝলকানি জ্বলে ওঠে,
ঘরে বসে কান ফাটে,
শব্দ বজ্র চমকে।

রমারাই সপাটে কপাট দেয়,
খুকির কথা মেনে,
দোয়েল শ্যামা শালিক ফিঙে
থাকে কোথা কেজানে?

ঝড়ের শেষে চলছে রেসে,
মুশুল ধারে বৃষ্টি,
থামলে যখন কাটল আঁধার,
খুশির হলো সৃষ্টি।

কিচির্ মিচির্ হল শুরু,
পাখির গান মিষ্টি,
পড়ল সোজা এক নিমেষে,
ভাঙা গাছে দৃষ্টি।

ঘর পড়ে চালা উড়ে,
ক্ষতির হিসেব পরিমাপ,
কষে বসে রমারাই সবশেষে
কত হলো দুর্বিপাক।।


DHRITI RAJ