বেঁচে থাকার দিনগুলি সুস্থ থাকা বাস্তব চেতনা সম্পন্ন কাব্যের মতোই সুন্দর, তাই -
আজ থেকে ভোরে উঠে পুকুর পাড়ের চারপাশ দিয়ে হাঁটব
ঠিক পুকুর পাড়ের দক্ষিণ ঢালে, উঁচু ঢিবিতে বসে কথা হচ্ছিল-
তুই আসবি?
হুঁ -
আমি আসব শুনে মহা উল্লাসে গল্পের রেস নিয়ে বাড়ি ফেরা
ফেরার সময় কিছুই মনে হলো না
ফাঁকা নির্জন ঝোপের ওপাশের গোরস্থানের মাঝ বরাবর রাস্তায়।


রাতের খাওয়া শেষে-
দিনের ক্লান্তির ভারে চোখের পাতায় যেন আসঞ্জনের হিড়িক!
ঘুমের মোহনীয় মায়াজালে আমি বিভোর,
মন জুড়ে ভোর ভোর নেশা
হঠাৎ বিছানা থেকে উঠে চোখ মুছতে মুছতে হাঁটতে থাকি
যখনই গোরস্থানের ঝোপের ওপাশে...
শাঁ শাঁ ক্ষীণ শব্দে আলতো ছোঁয়া অনুভব
পিছনে দুই পায়ের গোড়ালী ছুঁয়ে ছুঁয়ে আমার সাথে কে যেন হাঁটছে
ঠিক তখনই বুঝতে পারি আমার চারপাশ গাঢ় অন্ধকার ঝাপটে আছে
থমকে দাঁড়াই!


ধৃতি রাজ


আসিতেছে....... পর্যায়ক্রমে।