তোমার কথা ও কাজ শালীন হলেও যদি -
চারপাশটা জনশূন্য হয়ে যায়
তবে বুঝে নিও-
তোমার মত ও পথ প্রকৃতিগত, বাস্তবাবৃত্ত।


যাদের নীতি নেই, বাস্তব দৃষ্টি নেই,
প্রকৃতির ভাবনা নেই,
আছে অমূর্তে বিশ্বাস;
আছে, বিচার শূন্যে পরম আস্থা
ক্ষমতাহীনের অসীম ক্ষমতার জয় ধ্বনি
এক এক গোষ্ঠীর শক্তির বহিঃপ্রকাশ,
তারা কি করে তোমার পাশে থাকবে?


বিজন মাঠে প্রকৃতি আলো বিস্তৃতে খেলে
আঁধার ঘনায় জনসমাগমে দূর বহুদূরে।


ধৃতি রাজ