ফুচকা আসে তেড়েফুঁড়ে
     খুকীর পেটে যাবে
মুখটা ভারী জিলিপির তাই
      তার বা কি হবে?

এমন কান্ড দেখেই কাঁদে
     বসে লিচুর থোকা
বছর ঘুরে একবার আসি
      দিচ্ছ কেন ধোকা?

দুখীর গাছে পেয়ারা ফোঁসে
    এখনো আছি থামি
সারা বছর মুখটা ভরাই
   বাদটা এখন আমি!

হাসছে খুকী খিল খিলিয়ে
     সবুর করো বসে
সবাই যাবে পেটের মধ্যে
     রইবে মিলেমিশে।


ধৃতি রাজ