উচ্ছল স্রোতে হারাচ্ছে পরপর মুহুর্ত--
আদিম সমুদ্রের সৌম্য রম‍্যতা,
নোঙর খোঁজে উন্মত্ত সুখ নরম মৃত্তিকার বুকে।


রূপছায়া ভেজা জ‍্যোৎস্না প্রান্তরে আজও
চাঁদক্ষয় রোগ--স্বর্গীয় বৃষলার শীতকাঁটায়
ঘেমে ওঠা জ্বর অথবা
প্রতিটি অন্দরে চাপা ক্ষুধার্ত প্রতিশোধ।


শাখা-প্রশাখা জুড়ে বিকলন কিশলয়...মিথ‍্যুক,
শালপাতা মাড়ানো চেনা পথ আসলে
বুকে হাঁটা বিতংস-রেঁস্তরা।


রোদ ছড়ানো দূরে আবছায়া গাছেরা
সাতসকাল নয় যেন অপঘাত রাশি,
ভালো থাকতে ইচ্ছে করে না হয়ত কারো
পরশু তাহলে রক্তবৃষ্টি কৌরব কাছাকাছি...