শ্রেণী-সুখ বর্জনীয় হলেও প্রিয়তম
দশক বুড়ো হয় আর মজবুত করে ব‍্যবধান
কালজয়ী কেবল সংবিধান দেশ--গনতান্ত্রিক সময়।


উৎসবের রঙ্গভূমি, গৌণ আর্ত-চিৎকারের নয়
মধুর নেশাতুর এলিটিজিমের একমাত্র ছাড়--
শব্দ অভেদ‍্য পর্দায় আঁটা মানবাধিকার।


আদিম ঘরগুলো বছরে পুড়ে যায়--
সযত্নে সাজানো রয়েছে দমকল বাহিনী যেন
যদি আগুন লাগে নয়, পুড়বে বলেই।


সংকট ইতিহাসের স্মারক, বর্তমানকে বেঁচে নেয় চালক
অর্বাচীন ক্ষোভ জ্বলে ধিক ধিক যদিও প্রয়োজনে চুপ
বনে নয়, বসতিতে দাবানল গড়ে তোলে ধ্বংসস্তূপ।