বস্তুবাদের চারপাতা টুকরো পড়ে এদিক ওদিক,
রাবণের হাত ধরে সিঁড়ি খোঁজে মুখ ধারালো দিগন্তে


হিসেব করে যৌনাঙ্গ পায়ের ফাঁকে ছুড়ে দেয় টাকা,
অরণ্য থেকে উদ‍্যান হয়ে ক‍্যাফে--গড়াচ্ছে সভ‍্যতা।


পাথর পড়ে সর্বত্র, অনেকে ভেবেছিল কুড়িয়ে রাখতে
পারলে কোনদিন হয়ত আগুন জ্বালাবে প্রজন্ম কিন্তু


মৃত্যুর আগে পরাজয় বলে কিছু নেই অসভ্য দেশে,
হিমছায়ায় তরবারি তুমি মিথ্যা হয়ে যাও আপাতত।


দখলে থাকা এলাকার চিরকালের অভ‍্যেস আর
পুলিশ লেলিয়ে দেওয়া প্রশাসনের জন্মগত ক্রুটি তবুও


উচিত ছিল অনেক কিছুই কিন্তু কে কার ঝাড়ে বাঁশ
কাটে, যে যার ঢাক পেটানোর সময় এখন, বাজাও!


আমি ঘুমিয়েছি, দেশে-বিদেশে জীবন্ত 'গেরনিকা'
তুমি কি শুনতে পাচ্ছো এখনও 'বাবরের প্রার্থনা'?