আবার শুকিয়েছে চোখ শহুরে পুরনো হাওয়ায়
উড়ো-খবর (কফিনের অসুখ) আটকে আজও হুকে,
মিছিল শেষ, রাস্তা বদলে বৃষ্টি নেমেছে রাস্তায়


কবির মৃত্যু হলে কখনও শহরে জোনাকির শোক
শ্রাবণ শেষের গল্পরা এখন ফেসবুকে সারারাত
জানি, এখনও তোমার প্রিয় সুরভী মুখ খোলা এলাচ


তবে এবার শহরে বৃষ্টি হলো না তেমন জোর,
ভালোবেসে মন তুমি ভালো হয়ে যাও কারও
না হয় বন্ধুকে ডেকে নিও ছাতে বৃষ্টি আসবে যখন


বুকের ভিতর বাড়ি, হয়ত বসবাস করছো কোথাও
কিন্তু ঘর-জুড়ে কেবল মাথাভর্তি ঘুম পালানো অন্ধকার,
বিষন্নতা ছুঁয়ে আছে জল-হাত কিছুটা আবছায়া কিনার