পোষাক দেখে মনুষ্যত্ব চেনে সভ‍্য কুকুর
তুচ্ছ ঘটনার সংখ্যা বেড়ে যায় শহরে অথবা
অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবছে সবাই:
কিন্তু লাইনটা যদি আর একটু ছোট হত!


ঘরময় ব‍্যর্থ নিষাদের কাগুজে কাটাকুটি
বছর কুড়ির বসন্ত ঋতু চুরি করেছে সবুর, তাই
নির্বাসিত থাকুক দেওয়াল লিখন বা বিপ্লব
বেশ জানি দার্শনিক আর রাস্তা খুঁজে বেড়ায় না।


যদিও এসবই সভ‍্যতা-অভ‍্যেসের ঢঙ
দাউ দাউ করে চাবুক আজও লেলিহান কোথাও,
নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে সব ক্ষত অবলুপ্তির দাগ
ইতিহাস আর হবে না, থেকে যাবে সব কবরস্থ।


মুখ নেই কোন, শুধু মুখোশ আর মুখোশ
কবিতাও আসলে ভিড়ের মধ্যে ফাঁপা আওয়াজ,
চাইছি, মানুষ আরও ইতর হয়ে উঠুক।