ঈশ্বর বা আত্মা আছেন/আছে না নেই, সত্যি বলতে এ বিষয়ে আমি কনফিউজড। নিশ্চিত করে, আছেন/আছে বা নেই, কোনটাই ঠিক বুঝতে পারি না। জীবিত না জড়, তাও জানি না। উভয়ক্ষেত্রেই কারনটা এক--যথেষ্ট প্রমাণের অভাব। তারপরও যদি ধরে নিই, ঈশ্বর বা আত্মার অস্তিত্ব আছে, তাহলে স্বীকার করছি--আমি তাঁর বা তার এক অবাধ্য ক্ষুদ্রতম সংস্করণ অথবা সন্তান।


কখনও এই ঈশ্বর বা আত্মার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছে হলে টেলিপ্যাথি না প্ল‍্যানচেট না কি সব ধ‍্যান-ট‍্যান প্রয়োজন হয় ব'লে আমি মনোযোগ সহকারে আবার পাশ ফিরে ঘুমাই। আর


আরও বেশি করে এক সাধারণ হয়ে উঠি।