এক  কবিতার দোষ সে বদলা নিতে পারে না।
দুই   কবিতা পুরনো হয়, ঐতিহ্য বেড়ে যায় শহরের
       দেশের।
তিন  প্রায় সব কবিতাই অসম্ভব, কোনো কবিতাই
       অবাস্তব নয়।
চার   ১ এর সঙ্গে ২ যোগ করলে সবসময় যে ৩
       হয় না, সম্ভবত কবিতাই প্রথম এ কথা
       বলেছে।
পাঁচ  এমনও আছেন যারা কোনোদিন কবিতা
       লেখেননি, লিখবেনও না কখনও অথচ কবি।
ছয়   শুধু এখনকার ব'লে নয়, কাব‍্যের চালচলন
       চিরকালই সন্দেহজনক।
সাত   কবি কবিতা লেখে, কবিতা কবির জন্ম দেয়।