শুনতে পাই বিমান বা রেলস্টেশনের চিরহরিৎ ডাক
ঘরে ফিরবার।
প্রবাসে আছি বিষন্ন-ব‍্যস্ততায় মিশে
ব‍্যাংকে জমছে পারিশ্রমিক, দক্ষতার।


আমি একুশ শতকের প্রাণী
স্মৃতি খনন মানায় না, ছুটতে হবে
বন্ধুরা বলে কাজ কাজ, সময় কই তাছাড়া
এখন ওসব আর পোষাবে না!


কেউ আর ফিরতে চায় না পুরনো পাড়ায়
সবাই আরও ভালো থাকতে চায়,
আমিও
ঘুম ভেঙ্গে যায় ফ্ল্যাটে।


এখানে বাগানে সজ্জিত রকমারি ফুলগাছ, ইচ্ছে
তবু বলি--হায় ভাষা, কেমন আছো মাঠ-বন-ঘাস!