ইমারত-সারি ভিড় কোলাহল ছেড়ে বলেছিলে
যেতে পারো রাস্তার মতো আরও অনেকদূর--
ছুটির পরে অন্তরীপ পাহাড় ঘেরা দুপুর।


এখন ঘুমিয়ে আছে ঠোঁট ক্লান্ত চোখ মেঘ বদলে যায়
আরেকটা ভুল এবার না হয় করে দেখা যাক
প্রিয়বন্ধু যদি স্বপ্ন দেখে আবার হাত বাড়িয়ে দেয়।


দেওয়াল কাচের বুক-জুড়ে বৃষ্টি-স্নানের আবেশ...
আলোয় জোনাকির মতো জ্বলে ওঠে রোজ,
হৃদয় মেপে দিও কাউকে কখনও কথা দিলে


বৃষ্টিরাত, পারলে মনে রেখো সেইসব বিষন্নতার খোঁজ।