স্বপ্নের শহরে ভেলা ভেসে যায় বেহুলার
প্রান্ত চিতায় পুড়ছে আজও সম্পর্কের দলিল,
বহুদূরে পড়ে কোন শিল্পীর বন্ধ কফিন
রোজ খিল্লি ওড়ে সভ‍্যতার, উৎসব ফেনিল।


ছুটি পেলে তুমি বিছানায়/অনুভবে ফিরে যেও
ঢালু দিগন্ত বেয়ে কোনদিন সাইকেলে চড়ে কোন
পরিচিতাকে আমাদের বাসি কথা বমির সময়
রাস্তা ভুল করলে আবার জুতোকেই গালাগাল দেবো।


এখন পপকর্ন উড়ছে হাওয়ায় চরম গরম মজায়
মুখ থেকে বুকে কোলড্রিঙ্ক ছিটকে
সময় পর্যাপ্ত এবং আনাড়ি, রেষারেষির ফোয়ারায়
পাবলিককে যা খাওয়াইবেন তাই খাইবে।


কোণঠাসা সাহিত্য যুগের সূচনায় বেশিরভাগ সময়
কিছুই করার নেই তেমন, যারা লেখে।
রাস্তারা ফুরিয়ে যায়নি এখনও তবু মনে হয়
কাছাকাছি কোথাও সমাপ্তির ঘন্টা বেজে গেছে।