অমোঘ শব্দবাণে বিক্ষত হই তোমার
দুস্থ পকেট--নির্জীব সম্মান--নিহত কৌতূহলের বাড়িঘর:
বেঁচে থাকা কে আর এভাবে চালিয়ে নিতে পারে--
সবাই না হলেও অনেকেই হয়তবা আছে এরকম।
অস্থাবর মনে দাগ শরীরের চেয়ে বেশি--
ঠিক মনে নেই কবে জন্ম হয়েছিল এই চৌরাস্তা-গণিকা কালের
সম্পর্ক যেভাবে মরে যায় তেমন সম্ভোগ-ভোর আমি বুঝেছি;
বুঝি বিরক্ত হয় যথেষ্ট-হৃদয়, ক্ষুধার্ত রাত বাড়ে রোজ যৌনার্থের।
সাজিয়ে রাখা কতো সৌখিন তবু ঘুমায় না শহর,
ভালোবাসা জাগে না আর রমণী শরীরে
কিংবা তার কোন রমণীর তরে