অদৃশ্য আমি হারিয়ে যাইনি
খুঁজে পেয়েও পাওনি আমায়,
লুকিয়েছি এবার মুখোশ টা পালটে
প্রাচীন কোন আয়নায়।

কাছাকাছি আমি থেকে যাই চিরন্তন
কেন তবুও আলোকবর্ষ দূরে,
সেই জাদুকর ফিরে আসছি
ধোঁয়ায় আচ্ছন্ন,পরিষ্কার এক
কুয়াশা ঘেরা ভোরে।

কল্পনা আড়াল করে ফিরে
পেতে চাও আমায় অভিশপ্ত মায়ায়,
ধুলো জমেছে কাঠের চশমার কাচে।
আমি তো বিলুপ্ত হয়েছি
তোমাদের  মিথ্যা-বাস্তবতা,
আর নিয়তির এই বিশুদ্ধ মানবের শহরে।


সেই জাদুকর ফিরে আসছি
-ধ্রব