সেদিন দু'জনে দিগন্তের খোঁজে, দিগন্তের টানে ছুটেছিলাম
দেখবো অনন্ত আকাশ, সারি সারি বৃক্ষ
বয়ে আসা জলাধারের অচিন রেখাপথ
আমি অার সে
নির্বাক তরঙ্গের মাঝে অনুভূতির সঞ্চালনে বিভোর
দিগন্তেরর পানে চেয়ে অাছে দুটি হৃদয়
পৃথিবী ছেড়ে মহাশুন্যের কোন এক বিন্দুতে
যেখানে হারাবে না সূর্য্য, হারাবে না আলো
হারাবে না আমার ক্ষুদ্রত্বের আত্ম সমর্পণ।


একটু আলো চাই বলে বিমূর্ত পৃথিবীর কাছে
আমার এই অভিমান।
তখন সে বলল
আমায় মাখিয়ে দাও দিগন্তের আভা
আমিও হতে পারি অবারিত সৌন্দর্য
হারানো গোধূলী, হারানো সূর্য্য
দৃষ্টিকে ক্লান্ত করা তেপান্তর
তোমার অনুসন্ধানের অচিন গহবর।


নেশার অবিনাশ মদের মতো ছুটে চলো আলিঙগনের নেশায়
যৌবন থেকে বার্ধক্য চুষে নেবার পরেও বলবো
আমিই তোমার দিগন্ত, আমিই গোধূলী
আমিই শেষ বিকেলের অালো
কারণ আমি এখনো তোমার জন্য হাসতে পারি।