রাস্তায় রক্ত মুছে নিও।

মাড়িওনা  পা দিয়ে,

একছিদ্র যে স্বর্গ পেয়ছো, আমার জীবন নিয়ে-

তার-ই মর্যাদা একটু তুমি দিও।

আরো থাকতে চেয়েছিলাম আমি ,  এই-পৃথিবীতে,

বুঝতে পারিনি-আমি যে তোমার চৌহদ্দিতে!!