মনে পড়ে “ ঝিলমিল ” সেই সন্ধ্যা ?
সেই রাস্তার হলদে আলোয়
তুই আমি পাশাপাশি , কাছাকাছি পরস্পর
কুয়াশা চাদর ঢেকেছিল দূর থেকে দুরান্তর ।
তোর চোখের দুরুহ ভাষা
নিঃশ্বাসের সেই  অস্থিরতা
দিয়েছিলি কথা তুই ।
ছুয়ে আমার শিশির ভেজা হাতে
মন বিনিময় হয়েছিল সেদিন তোর সাথে
কুয়াশা ভেজা সেই চাঁদনি রাত
আবছায়া ঢাকা দূর দুরান্তর
সেই সন্ধার মিষ্টি আলোয়
আলোকিত আজো এই অন্তরে তোর নাম “ ঝিলমিল ” ।