আমাদের ছোট গ্রাম ছিল সুখে ভরা,
পথ-ঘাটে ছায়া ছিল, ছিল নাকো খরা।
সবুজ গাছের সারি ছোট ঘর-বাড়ি,
ঘাসে ঢাকা সরু পথে ছিল নাকো গাড়ি।
গাছে গাছে আম-জাম ছিল কত ফল,
মেহমান এলে ঘরে দিত মুড়ি জল।
ফসলের মাঠ ছিল সারা গাঁও জুড়ে,
দলবেঁধে পাখিসব নীড়ে যেত  উড়ে।
গ্রামের পাশেই ছিল টলটলে নদী,
খোকা-খুকি ডুব দিত ফাঁক পেত যদি।
জেলেদের জালে ছিল মাছ ঝাঁকে ঝাঁকে,
গুণ টানা নাও ছিল নদীর ঐ বাঁকে।
বরষার জল এলে মাটি পেত প্রাণ,
দখিনা পবনে ছিল ফসলের ঘ্রাণ।
আমাদের গ্রামে নেই অতীতের বায়ু,
দূষণের চাপে পড়ে কমে গেছে আয়ু।