তারা এসেছিল একাকী, তারপর সঙ্গবদ্ধ হলো
পঙ্গপালের মতো ছারখার করেনি কোন কিছু
সাজানোর চেষ্টায় অনভিজ্ঞ হাতে অভিজ্ঞতার চিহ্ন আঁকে
অথচ পঙ্গপালের দল লেগে যায় তাদের পিছু ।


সাদা চোখে দেখে তারা কতো শত জঞ্জাল
মিলাতে গিয়ে অমিল পেলো, সাদার স্থলে কালো
একে একে খুলে গেলো গোপন বাঁধন যতো
অন্ধকার সুড়ঙ্গে তারা জ্বালিয়ে দেয় আলো ।


হঠাৎ যুক্ত হলো আনাকাঙ্ক্ষিত পক্ষের আক্রমন
সু-গভীর স্বার্থের লড়াই
পিচ ঢালা রাজপথ পিচ্চিল হলো
অবুঝের তাজা রক্তের নিষ্পাপ ফোটায় ।


বিবেকের প্রাচীর ভেঙ্গে কিছু প্রাণীকুল
প্রতিবাদ শিখিয়ে নিজের ভাষায়
ব্যাথা নিয়ে ফিরে গেলো আপন ঠিকানায়
জীবনে কাঙ্ক্ষিত সূর্যোদয়ের আশায় ।