নড়েচড়ে ফাৎনা জলে ছোট ঢেউয়ের দোলা ,
ব্যাঙ-ব্যাঙাচির ছিপের সুতোয় খেলা ।  
ঝাঁকে ঝাঁকে চিন্তা অনেক তরোয়ালের খাপে -  
চুনোপুঁটি জল-স্তম্ভে অলি-গলির ধাপে ।  


কচুরিপানার শেকড় ঘেরা ঐতিহ্য সাজ ,  
‘অভিমানী সত্যি’ নিয়ে জঞ্জালের ভাঁজ ।  
রামধনুর ব্যাপক দীপ্তি ভ্যাপসা রোদে চেনা -
ঝাড়ু দেওয়া রশ্মিছটা ভুলের বাহানা ।    


ফাৎনায় চোখ নষ্ট-প্রেমের অযত্নের ক্ষোভ ,  
ডাঁশ পিঁপড়ে পাছায় কামড় টলটলে লোভ ।    
ভাঙাচোরা ডালপালায় দীর্ঘ অশোক তরু -    
কঞ্চি-বেতের ছিপ দণ্ড অবাক রকম সরু ।  


মাঝ-গগনে তেজী দাপট সোনা রোদে এলান ,    
অসিতোপল* শূন্য পুরী বিলাবলে আজান ।  
নমনীয় বাদামী ঘাস শান্ত ঝড়ে চমক -  
কাল জয়ী অপেক্ষা কঞ্চি বাঁশে ঠমক ।