বর্ষা এলো নিম্নচাপে গড়গড়ায় তামুক -      
গড়িমসি রোদের ছিটে ক্ষমা-ঘেন্না তেজ ;  
পার হয়ে যায় তর্ক ছাড়া ধীর পদে শামুক,
তাল পাতার ছড়ানো মেজাজ মাতব্বরের জেদ ।  


রাত কেটে নলে ফুঁ, কয়লার আঁচ -
বারে বারে ঘটে যাওয়া সত্যি অনিবার ;  
অশ্বমেধ যজ্ঞে সুখ লেলিহানে নাচ
ঘন কালো কাঁচে ঢাকা নজরেতে ধার ।  


বাঁশের বাঁশির ছিদ্রপথে ভরুক বৃষ্টিদানা ……  
অন্তরে তাপ স্খলন শরীর
ক্ষয়-খতিয়ান কত??


জগৎ-প্রেমে উচাটন বেমানান পথ
ভালবেসে টাপুর-টাপুর কচুপাতায় জল ;  
হাওয়া বাহক গল্প-সুধা পেঁজা শিমুল তুলো
বজ্র ঘোষে কাব্যমেলা স্বতঃসিদ্ধ সাধন ।  


কালো মেয়ে সাদা দাঁতে হলদেটে হাসি
হামাগুড়ির আকন্দ ফুল শিবের জটাজালে -  
গেরুয়াতে কলির মাঝি আদিত্য সন্ন্যাসী
তেপান্তরের পথে বিধান ভাসে কর্মফলে ।  


হাওয়ার তোড়ে তেজি ঘোটক মেলেছে পাখনা ……
উল্টো প্যাচে প্রেম-দর্শন
ওস্তাদিটাই যত ।।