সকলেরই থাকে কিছু, গোপন কথা ;
আকাশ কিছু ভাগ করে নেয়,
বাতাস কিছু উড়িয়ে দেয়,
লজ্জা নিয়ে গল্পে মাতে
নরম শরম ঘাস-কুয়াশা -  
ফুস্কুরিতে চাগিয়ে রাখে ব্যথা ।


চাঁদের আলোর ব্যাপ্তি বড়াই
কাব্য ছন্দে ভরে থাকলে মন ;  
এলোপাথারি বানের জলে  
ফুটো ডিঙির ভোমর গুঞ্জন ।


ঢাল জমি - ধরার পিঠের গড়ন ;    
গড়ায় জল এবলো-খেবলো পথে  
লাল রক্ত নেশার রঙে লীন
আকাশ সাগর সাথে ।  


গ্রহের ফেরে থাকে বিভেদ কিছু,  
সব গ্রহের আছে বিশেষ টান ;
হার-জিতের অঙ্ক কষে চরম  
কক্ষ পথে সঙ্গতি অভিযান ।

মানুষ খুশি চোরা পথে বাজিয়ে বিশেষ ড্রাম
বিচার সভার শেষ রায় ভাসবে শহর গ্রাম ।

শক্তিধারা মহাজাগতিক কিরণ -  
ছুঁচ ফুটিয়ে শরীর চামড়া ভেদে  
মন-মুরগী পেয়েছে আঘ্রাণ ;  
বেছে খুদ, বাঁচিয়ে রাখে প্রাণ ।    


মিছেই রাখি –
গোপন কথার গা-জোয়ারি ভান !  
ভরিয়ে আদর –
বেলাশেষে জয়-গোবিন্দ গান ।