সারিকৃত দালান, কানন বিছিয়ে দালালি -  
অগোছালো বাসন্তী রঙ পছন্দ হেঁয়ালি ।  
অনুভূতির সিঁড়ির ধাপে ঝরা পাতার শব্দ -  
ভেল্কি-জাদুর প্রলোভনে ছেকল বাঁধা ধন্দ ।  
কিশলয়ে শুঁয়োপোকা আবেগ অহঙ্কারে    
তোমায় চেনা প্রভাকরের দিগন্ত বিস্তারে ।


সালাঙ্করে সাজিয়ে দেবী পালন মহান ব্রত
ভাটার টানে মল্লারী ধুন রুদ্রবীণায় ক্ষত ।  
নিকট-দূরে সন্দিহানে আলোকিত ম্যাড়াপ  
রত্নগর্ভা দুর্গামাতা গাজন শিবে খেলাপ ।    


শোভাযাত্রা রথে শোভন অসুর বিনাশ কলা –  
আলো-আঁধারি গোমড়া শরৎ আইস-স্পাইস খেলা ।  
নান্দনিক ছন্দ ভাঁজে গোছানো সন্দেশ -  
ক্যামেলিয়ার গন্ধে মাতাল তোলাবাজের দেশ ।


জমিয়ে ভজন পাপের প্লাবন চার দিনের শোক -  
তিনশো ষাটের খোলা লাইসেন্স জজ-সাহেব ক্রোক (croke) ।  
উল্টো মুখে ভাসান দেবীর অতল তলের টান  
পায়ের তলার বিদ্ধ অসুর সাঁতরে পরিত্রাণ ।  


পরিপক্ক প্রতিক্রিয়া মন গলানো স্বাদ;  
আকাশ যখন আবাসন কী কারণে ছাদ?
লট-বহরে ‘স্বছ ভারত’ ভক্ত শিবের পাল;    
মা দুগগা ডেলা মাটি কাঠামো চাঁড়াল ।      


হামাগুড়ি বালুতটে সফেন খেদে কীড়া .........  
শোকাহত সাগর জলে “শুভ বিজয়া” সারা ।


The Croke were a species of sentient, multi-legged beings that were extremely long-lived;
Sentience was the ability of an organic species to think intelligently.


--------------------------
সকলের মহামায়া –
খোলা মনে এই আসরে
সবাইকে জানাই – প্রীতি, শুভেচ্ছা ও    
“শুভ বিজয়া” ।।