শব্দ-জব্দে রসিকতা
নলেনগুড়ের তঞ্চকতা ;  
রবির সাথে নানান গ্রহ
চার প্রহরেও নেই যে মোহ -  
বেশ জপে যায় ঠাস বাঁধুনি তপের মালা ;
জল ঘোলা নয়, গভীর মাপে বিশাল সিন্ধু ।  
কিংবা থাকল এক আধ ডজন
আমার ছেলে বন্ধু ?  


জনম সূত্রে কপাল ভাঁজে
জীবন সাথীর নাম ঠিকানা ;  
শিরায় শিরায় সিরিঞ্জ খোঁচা
নাচিয়ে জানু, গল্প শোনায় দিদি-আম্মা ।  
যাত্রাপালায় কেষ্ট রাধার
ছলাৎ রসের উত্তেজনা -  
মন মাতানো পরকীয়া, ময়না ভজে ।


ছন্দ যার ঠোঁটের আগায়
চোখের তারা স্বপ্ন জাগায় ;  
অনশনে অঞ্জলি দেয় কার উদ্দেশে !  
শুনতে আমার মন যে ব্যাকুল
বানান করে দাওগো বলে,  
কোনটা আমার ভুল ভাবনা ;  
দিলাম কথা –
আমি আছি তোমার পাশে ।