কাকভোরে পাতা ঘন আলাপী আঁধার ;  
ফিনকি বারিষ-ধারা কিচিমিচি স্বর ।  
খোলা চোখ ভাবনায় অপাঙ্গ চেতন,  
নমনীয় কাঁপা তনু অভাগী যেমন ।  
শব্দ-বাঁধুনি বেনী কামিনী তরঙ্গ
ভাষা আশা নানা ছোপে বেগুনি বসন্ত ।  
বুদ্ধি এঁকেছে আল নিষিদ্ধ জল্পনা -  
রাজসিক কালিমায় যামিনী বন্দনা ।    
কেটে পথ মনোরম নরম অন্তরে,  
নদী যায় এঁকে-বেঁকে সাগর গহ্বরে ।
আদুরে ধমনী ধুন হৃদয় ভঙ্গুর !  
ধোঁয়াশা আত্মজ্ঞান গর্হিত  মঞ্জুর ।    
করালী প্রান্তিক স্থিতি সমাজ ঘটিকা
ছান্দিক অভিযান কাব্য-নাটিকা ।