কৌতুহলে জানতে চাওয়া ই-মেল আই ডি
বিরক্তিকর ‘না’ ।  
প্লাটফর্ম পেরিয়ে গেল রেক,
শনশনিয়ে গুঞ্জরিত মৃদু হাওয়ার টোকা ;  
কালীর হাতের কাটা মুণ্ডের রক্ত ঝরলো টপাস -  
‘না’ নাকি ‘হ্যাঁ’
উদাস মনে হতাশ ।


তেজী হাওয়া, খোলা চুলের অবাধ বিচরণ
ঢেকে দিল মুখ ;
চাঁদের রূপোর কিরণ মেখে
বালুচরে চিকচিকে ঝিনুক ।    
কস্তুরী মাতাল ঘ্রাণে  
বাদুড় গেল উড়ে,  
জোনাক আলো জ্বললো ধিকিধিকি      
বলো না লক্ষীটি -    
তোমার ই-মেল আই ডি ।


ছিটে-ফোঁটা বৃষ্টিভেজা বেচাল আঁচল নয়া ধাঁচ,    
রুদ্ধদ্বারে মন হারিয়ে কুসুমিত শরশয্যা ;
রক্তজবা অবিদ্যার, কড়ে আঙু্‌ল, জড়িয়ে প্যাঁচ -  
ডুব সাঁতারে হাবুডুবু পাটাতনে সসীম লজ্জা ।
চড়ুই মাতাল আজীব খেলায় সজনে ডালে,    
ঝঞ্ঝানিল শ্যামল ক্ষেতে গিলে করা দীঘল ভুরু ;    
বিগলিত ঘন ঘাসে ঝরা সজনের ছন্দ জালে,    
দাবী ছিল ই-মেল আই ডি বুকটা দুরু দুরু ।                


কাটা নত কৃষ্ণচূড়া শাখা,  
বে-আব্রু উদ্বাহু গৌরাঙ্গ বাতি -  
ফুটপাথের আবছা আলোর আড়াল,
ভয়ানক সেলফি ।  
ভরা দুপুর উঠল ডেকে
পাশের গলির মোরগ -    
বনের টিয়ে, খাঁচার ময়না,
যেমন খুশি বলে ওঠে কথা -
ধার ধারে না  নিয়ম রীতি-নীতি ;
ভরে (ওজন) সগুণ আমার আবেগ
দ্বিগুণ তোমার চোখের আলোর দ্যুতি ;    
ই-মেলের গোপন নামে হিজিবিজি প্রীতি ।  


রাঙিয়ে চোখ মেললে ধরে পাতা,
ঠোঁটের কোণের ঈষৎটানে হরিণনয়না -  
প্রশ্ন অবান্তর ।
ই-মেল! নেহাৎ বলির ছাগল -    
তিন শব্দের সহজ সরল কথা ;  
ন্যাড়া ছাদে তোৎলা ছেলের হড়কে গেল পা ।  


ফন্দি-ফিকির অনেক  
মোম গলে শিখার তাপে
পলতে চুলোয় যাক ।  
ই-মেল আই ডি ?
উলুধ্বনি, পাঞ্চজন্য শাঁখ ।