শুনি মন হতাশায়
অজুহাত কথা বলে -    
হালফিল স্বপ্নের
হামাগুড়ি নিরালায় ।  
রুটি রূজি রোজগারে
পেয়েছি ক্লান্তি-সুখ -  
তাল গাছ গুড়ি-ছায়া
অযাচিত কিংশুক ।  


আধ ভেজা বেপরোয়া
ঝোপ-ঝাড় সমারোহ -  
বান ডাকা দামোদর
উচ্ছল উপহাসে ;  
মেয়ে সাপ ফুঁসছে
অনন্ত ইশারায় ।
ঝড়ের আতঙ্ক ডাক
তালে তাল বাতাসে -  
রমণীয় যোগাসনে  
জুড়ে থাকা পায়ুপথ (cloaca);  
সহবাসে সাপেদের
ভালবাসা চমকায় ।  


উদাসীন সরনীতে
গালভরা "অ্যাভিন্যু" -
পুরুষালি তীব্রতা
শব্দের বাহুডোরে ।
নিরালায় সবুজের
অভিমানী বেঁচে থাকা ;  
জবর খনন কাজে
ঋতুকালে বনসাই !