কেবল চেনা ভিটে মাটি সাধের মায়ানগর  
দূরের বাণী আসুক ভেসে ডিঙিয়ে কৃষ্ণসায়র ।  
ইচ্ছে-নদী ঢেউ মাতানো খেলায় -  
জীবন-পথ ঝড়ের মোকাবিলায় ;  
ক্লান্ত শশী মাঝ আকাশে তারার সাথে বাসর ।


হয় নি বলা যায় নি শোনা, নিজের মনেই দ্বন্দ্ব ;
‘বউ কথা কও’ আঁধার আলোয় বিমোহিত ছন্দ ।      
আরে আরে নারে নারে ......
মেলার বেলুন বাঁধা ডোরে ;    
প্রকাশ শুধু চর্চিত জ্ঞান, ভাগ হবে আনন্দ ।      

রীড বদলে বর্ষা জলে, কোকিল ডাকে ভিন্ন ভোল -  
ভাবে বিহ্বল কথার জালে সুর ও তালে কড়ি-কোমল ।  
দিনটা ছিল ভালই ছিল
কাঁচকলায় মাগুর শোল ;  
গিঁটে গিঁটে মাঞ্জা সুতোয় লাটের ঘুড়ি প্যাঁচের দোল ।  


উঠছে জেগে অজানা ভয়, চোখের পাতা পায়ের নখ -  
ঝড়ের সাথে যুদ্ধ করে গোমড়া আকাশ চিলের শোক ।  
পাঁজির পাতায় শনির দশা  
শেষ বসন্তে ভুল কুয়াশা ;  
গজব আলাপ গুজব প্রলাপ রক্ত চোষা চীনে-জোঁক ।    


পুঁটি মাছের ছটফটানি ডোবা ঝিলে তুফান তোলা ......
ব্যাঙাচিতে মিছেই খোঁজা কে সোনা আর কেবা কোলা ।
দেরী হ’ল রাগ হ’ল
জাত-ধম্মো নেহাৎ জোলো ;  
নিমের দাঁতন কল্পলোকে আজব দেশে অবাক ভোলা ।


ভাবনাতে টাপুর টুপুর, অলস বালিশ বিলাস দুপুর -
নরম ছায়া লাফায় কায়া গোস্পদে জল নিকট-দূর ।  
যোগ-বিয়োগে জমিয়ে জ্বালা
কড় গুনে যায় জপের মালা ;
ন’ড়ে-চ’ড়ে অতীত ফেরে ভণ্ড যোগী মহিষাসুর ।  


বেহিসেবী অঙ্ক কষা, দূরের প্লাবন স্বপ্ন দোষ -  
হঠাৎ তাপে চুলেও ঘাম, অবহেলায় সাপের ফোঁস ।    
হারিয়ে যাওয়া গ্রহের ফের -  
কারুর কাছে চিন্তা ঢের ;  
আকাশ-ভরা গ্রহ তারা ফাঁকে-ফোঁকে ঠোশ আফশোষ ।  


তবুও আমি, একই আমি ; সন্দেহ তাই অজানা ......
ভবঘুরের খালি ঝোলায় ঢোলকে নেই বঞ্চনা ।  
বহুরূপীর তাপ্পি লাগা
যুদ্ধ জয়ের গরব আভা ;  
এমন ভাবেই পাশে পাওয়া এটাই আমার সান্ত্বনা ।