ধূসর হোক বা কালো
বর্ষাকাশে এলোপাথারি ভাসা -
ছিটেফোঁটায় মন ভেজে না
চাই অঝোর ধারা ।  


শুরু কোথায় শেষ কোথায়
লম্বা সুতোয় গিঁটের পরে গিঁট ;
নিজের খুশিমত -  
নিম্নচাপে, বানের জলে ভাসছে
শহর গ্রাম
বিনা শর্তে, কাব্য পাচ্ছে নাব্য ।


নীরবতার শব্দ ভাসে কানে,  
খুঁড়িয়ে চলা খেঁকি কুকুর
রাতের অলি-গলি -  
মুচকি হাসি বিলাসি গোঁফ নীচে
বাজী ধরে ভাবতে পারি
এটাই রেসের ঘোড়া ।  


প্রতিচ্ছবি চোখে মুখে নাকে
কথায় কথা, নদীর তালে নাচে ;
শিল্পী আঁকে লেখের কম্পন
সত্যি দেখে সিঁদুরে মেঘ
গরু, ঘর পোড়া ।  


মস্তিষ্ক নাকের কাছে
দেহের আ্যনাটমি -
গন্ধ শুঁকে জানতে হয়
পৌরুষ-প্রকৃতি ;  
ওয়াই-ফাই এ বাঁধা জালে
আগমনী গান ;
হারা জেতার আবেগ অনুভূতি ।