জ্ঞানের অন্তর্দৃষ্টি
- মাসুদ রানা দিলশাদ


মোহ কেটে যায়, কিন্তু মায়া থেকে যায়;
যে গাছ ফল দেয় না, তা অন্তত ছায়া দেয়।
প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়;
এই অবেলায়  প্রেম পথ হারাই।


হৃদয়ে মোনাজাত, আহাজারি দোদুল্যমান..
সময়ের সাথে পরিবর্তন খুব প্রয়োজন।
ষড়রিপু নিয়ে নির্মম  মানবচরিত্র,,,,
কিছু বিচ্ছেদ অবশ্যম্ভাবী তিতিক্ষা..
জ্ঞানই শক্তি, জ্ঞানার্জনে মানুষ পবিত্র।


প্রথম ব্যাপার কাম, এটি যৌনক্ষুধা।
অন্তঃসারে মাৎসর্য, যেটা পরশ্রীকাতরতা।
ক্রোধ মানে রাগ ; এ রূপে ধ্বংস মারাত্মক !
লোভ মানে লালসা : যা মারাত্মক রোগ।
মোহ মানে নিছক মায়া, বিভ্রম!
মদ মানে  অহংকার, এজন্য অশান্তি চরম।


নীরব থাকা মানে সে দুর্বল নয়!
এমতাবস্থায় চিন্তার খোরাক জন্ম দেয়।
দুর্বল একবার অঙ্গিকার নিয়ে কাঁদলে,,
সে বিজয়ের পর অশ্রু নিয়ে হাসে।