অগোচরে প্রশ্ন বাড়ে
- মাসুদ রানা দিলশাদ


পাহাড়-পর্বত সমুদ্রে একাকীত্ব মন,
অজানা মর্মের পেছন পেছন।
পরপর বিব্রত হয়ে মনটা আঁতকে উঠে,
উত্তাপে জ্বলে মশাল পুরো অস্তিত্বে।


দু'চোখ জলপ্রপাতের ঢেউ আঁকে,
অগোচরে প্রশ্ন বাড়তে থাকে।
দূরত্বের ভীড়ে দুরন্ত ভাবনা মুহুর্ত,
অগোচরে প্রশ্ন বাড়ছে ক্রমশ।


শিরোনামহীন প্রেম নিইনি কুড়িয়ে,
তাই বলে কি আমি উপযুক্ত নই?
অগোচরে প্রশ্ন বাড়ে হৃদয়ে।


স্বপ্ন বাস্তবায়নে বাধ্যতামূলক যন্ত্রণা,,,
ব্যথিত হৃদয়ে আবেগের গল্প জমা।
অগোচরে বাড়ে প্রশ্নের সীমানা,
অভেদ্য বিভ্রম কিছু দুর্গম পরিক্রমা।