জীবনটা দোদুল্যমান
ঠিক যেন অথৈই সমুদ্রে বৈঠা ছাড়া নৌকার মতো!
কখনো কখনো দূর থেকে তীরের দেখা মেলে, কিন্তু শেষ রক্ষা হয় না!
এভাবে ভাসতে ভাসতে ,বেলা তো বয়েই যাচ্ছে!
ঠিক কোথায় গিয়ে ভিড়বে জীবন তরী তার সঠিক উত্তর বা চিহ্ন পাওয়া দুষ্কর।


আজ এখানে সাদাকালো জমকালো আয়োজন,
কাল এখানেই রঙ্গিন ভুবনে নেই কারো কোনো প্রয়োজন।
প্রিয়জন তো হতেই পারলাম না !
কিন্তু, প্রয়োজনে সবাই ব্যবহার করেছে, হাতে নাটাই রেখে !
খাতির-যত্ন,আদর-স্নেহ, ভালোবাসা সবই পেয়েছি,
ইতিহাস ঘাটলে বুঝা যায়, সবই স্বার্থ হাসিলের পায়তারা।


প্রয়োজন শেষে পায়ের নিচে পিষে ফেলতেও দ্বিধা বোধ করে নি,
আর কত?
বরষার আগমনে গাছেরা যেমন নতুন জীবনের সন্ধান পায়,
শীতের শেষেই ঢাল স্বরূপ গাছ টাই দাঁড়িয়ে থাকে।
আমিতো আর বৃক্ষ নই!
প্রতিবারের মতোই নতুন ভাবে গজাবে কচি পাতা,
আমিতো এটাই ভাবছি!
জীবনটা যেন ঝরা পাতা,
এভাবেই কি সমাপ্ত হবে জীবনের সন্ধিক্ষণ?