রক্ত দিয়ে কিনে নিলেম
বাংলা ভাষার মান,
অশ্রুসিক্ত কন্ঠে গেয়ে যাই
ফেব্রুয়ারির গান ।


উর্দ্দু নয়তো বাংলা ভাষা
বাংলা নাড়ীর টান,
রফিক শফিকের রক্তে রাজপথ
নেমেছে সেদিন বান ।


দেশের জন্য জীবন দিলো
ছিলো না অন্য কিছু চাওয়া ,
মায়ের ভাষায় ভাব প্রকাশিবে
এটাই ছিলো পাওয়া ।


কিন্তু আমরা বাঙালি সেজে�ছি সং
বিদেশি কালচার মেনে ,
করুণ ইতিহাস ভূলে গিয়ে �
ইংরেজিতে কথা বলে ।


সাধু চলিত গুরচন্ডালী দোষ
বাংলা ইংরেজি কি!
কষ্ট করে ভাষাবিধ গণ
আমায় বলবেন কি?


এসো বাঙালি রূপ বদলাই
বিদেশি ডং ছাড়ি,
আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি ।


রচনা স্থল: ফেনী নোয়াখালি রাজপথ , সুগন্ধা বাস