মন থেকে মনান্তর
তোমার আমার সম্পর্কে
এখনো অজ্ঞাত জটিল বিন্যাস।
চলে যাচ্ছি ডিপ অবসেশনে..
খুঁজে ফিরি মনের অন্ধ-গলিঘুঁজি
পৌছোতে চাই সদর দরজায়
চাঁদ ক্ষণিকের উঁকি দিয়ে চলে যায়
তারপর আবার সেই গাঢ় অন্ধকার!

মন থেকে মনান্তর
মনই আজ রাতপাহারাদার
হৃদয় ছিঁড়ে খুঁড়ে উঠে আসে
গভীর গোপন এক সংকেত
বাঁচিয়ে রেখেছি ভালোবাসা
পরম নিশ্চিন্তে একান্তে ফোটা
হলুদরঙের দুটো কুমড়ো ফুলের মায়ায়
নদীতটের সমতলভাগে সেচ উৎকর্ষতার ভিতর!