জানার বাইরে আছে অজানা অগণন
মতের বাইরেও আছে অমত নিয়ে কতজন।
এই বৈপরীত্য ও স্বতন্ত্রতার ভিতর থেকে উঠে আসে
এক সমবায়ী স্বর, সম্মিলিত সুরের এক সরগম..
প্রেমের নীরব পংক্তি নিয়ে রক্তে আমাদের একনিষ্ঠ কলম!