জীবনের এই গোধূলি বেলায়
হৃদয়ে গাঁথা স্মৃতিরা দেয় উঁকি
ঝাপসা চোখে তোমায় আবার
অনুভবে অপলক চেয়ে দেখি।

পাগলা হাওয়া মনের ভিতর
হরেক ছবি আঁকি
কতোটা পথ পেরিয়ে এসেছি
মনেরে দিয়ে ফাঁকি!

যৌবনের দুর্নিবার দুরন্তপনা
সব আজ এলোমেলো
উথাল পাথাল মনটা খোঁজে
ফেলে আসা দিনগুলো।

আরশিনগর, চরজাগানিয়া নদী
ধূ ধূ প্রান্তর... বালুচর
মনে পড়ে সেদিনের সেই
কতো মধুর গুনগুন সুর!

গাঙচিলেরা কি রেখেছে মনে
সেইসব ওড়াউড়ির দিন
এইখানে রচেছিলো আখ্যান
কেউ কেউ এসেছিলো একদিন!

হায় প্রেম! হায় ভালোবাসা!
হে আমার অভিলাষী!
উদাসী প্রেম হয়েছে আজ
প্রবাসী... পরবাসী!

ভালোবেসে আজ কেউ নেই পাশে
ভালোবেসেছি তাই রিক্ততা'কে
আদরে আবেগে সোহাগে আবেশে
জাপটে ধরি.... 'শূন্যতা'-কে!!

19th July, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।