সমান ও বিপরীত
.
দীপক বেরা
.
মঞ্চে নাটকের হত্যা দৃশ্য চলছে
নিহতের বুকে ছুরি গাঁথা
পাশে দাঁড়িয়ে আছে ঘাতক।
পরের দৃশ্য—
বিবেকের চরিত্রে এখন ছুরি
দর্শকেরা স্থির দৃষ্টিতে উন্মুখ —
ছুরি/বিবেক কার পক্ষ নেবে
ঘাতকের, নাকি নিহতের?
ঘাতকের সাথে ছুরির দূরত্ব বাড়ে
কারণ, ছুরি এখন নিহতের বুকে
যে তাকে হৃদয়ে স্থান দিয়েছে
ছুরি তো তার পক্ষ নেবেই।
শেষ দৃশ্য—
বিবেক-চরিত্রটি ঘাড় উঁচু করে দেখে
আলো-আঁধারি অদ্ভুত আলোর মাঝে
মৃত্যুর আধার থেকে উঠে আসে
নিহতের ক্রুর অট্টহাস্য মুখ
হাঁউ মাঁউ খাঁউ…হাঁউ মাঁউ খাঁউ
ভূত এসে ঘাতকের গলা টিপে ধরে
আলো নিভে যায়, ড্রপসিন নামে।
বুদ্ধিমান দর্শকেরা বলে—
“প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত
প্রতিক্রিয়া থাকে”।

টালিগঞ্জ, কোলকাতা।
১৯|১১|২০২২