পবিত্র রাখীর বন্ধনে
ভাইবোন মিলে আলিঙ্গনে
ঝগড়া খুনসুটি উচাটনে
ভাব ভালবাসা অভিমানে
ভালোবাসা বেড়ে চলে ঋণে
পরিশোধ হয় না সারাজীবনে!

পবিত্র রাখীর বন্ধন মানে
নয় শুধু সাতরঙা সুতোর বন্ধনে
ভাইবোনের হৃদয়কে কাছে টানে
অকৃত্রিম মিলনের সেতু বন্ধনে
সব ভাই আজ কথা দাও বোনে
আগলে রাখবো সারা জীবনে
বোনেদের মান-সম্ভ্রম সসম্মানে!

3rd July, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।