সিংহ বনের পশুই শুধু নয়,
সিংহ আমাদের রাজা, তিনি পশুরাজ সিংহ।
তাই, তাঁর 'ইচ্ছা-অনিচ্ছা'-কে আমাদের প্রাধান্য,
মানে মান্যতা, ইয়ে মানে 'শিরোধার্য' করতেই হয়।
সাধু!  সাধু!  সাধু!
চারিদিকে বেষ্টিত পারিষদদের করতালি ধ্বনি!
কেউ একজন বলে ওঠে,
প্রভু! শুনছি নাকি—
মানুষেরা আমাদের বন কেটে নগরায়ন করবে।
পশুরাজ বলেন,
যে ব্যাটা একটা গাছ কাটবে, তার ঘাড় মটকে
সরাসরি আমার লাঞ্চের টেবিলে নিয়ে আসবি।
পারিষদগণ বলে, — তথাস্তু!  তথাস্তু!  তথাস্তু!
.
ইনি হলেন বিড়াল রানি, বাঘের মাসি।
তাই, তাঁকেও আমাদের সেলামি কিছু দিতেই হয়।
ঠিকঠাক কমিশন পেলে,
মাছের কাঁটা দিয়ে মারেন সপাটে 'স্কোয়ার ড্রাইভ'
কিছু কম পড়ে গেলেই,
—ছোঁড়েন সমকোণে থুতু!
.
মানুষের ছেলেরা শেখানো বুলি আওড়ায়—
বলো, 'অ-য় — অজগর আসছে তেড়ে'
আ-য় — 'আন্তর্জাতিক'
গ-য় — 'গ্লোবালাইজড্'
ড-য় — 'ডিজিটাল'..
.
চারিদিকে এখন 'ইন্টারনেট',
মানে জাল,..থুড়ি! ইয়ে মানে, .. 'আন্তর্জাল'!
.

টালিগঞ্জ, কোলকাতা।
১৯|০৮|২০২২