জীবন যখন দিশেহারা ...
পাগল মন তখন পথহারা!

কতো স্বপ্ন দিয়ে জীবন গড়া
হৃদয়ের গুঞ্জরণে কবিতারা
জীবনে আছে আনন্দ-ধারা
জীবনের গভীরে স্রোত-ধারা
যা অন্ত:সলিলা ফল্গুধারা!

জীবন যখন দিশেহারা
অনায়াসে হয় গতিহারা
তিক্ততা কাটাকুটি রক্তধারা
ভাঙা টুকরো আঁকড়ে ধরা
তাও হয়ে যায় হাতছাড়া ...
জীবন, কতো রহস্যে ভরা!

জীবন যখন দিশেহারা
প্রশ্ন যখন বাঁচা-মরা ...
লড়াই দিয়ে জীবন ঘেরা
বাঁচাই হলো জীবনের ধারা ...
হাতে আছে জীয়ন-কাঠি ধরা।।

24th July, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।