সর্ষেক্ষেতের আদিগন্ত হলুদ গালিচায়
চাষিবউ হেঁটে চলেছে অভিসারে..
মাথার উপর মশকরায় ফিঙে উড়ে যায়
চাষিবউয়ের বেসামাল আঁচল খসে পড়ে
সর্ষেক্ষেতের ফুলের পরাগে।
বৌটির অন্তরে দপ করে জ্বলে ওঠে আলো
আনমনে নেভে জ্বলে, পলে পলে সংরাগে!