কত দিন দেখিনি তোমায়
চলে গেছ কত অবলীলায়
আমি পড়ে আছি নিতান্ত অবহেলায়
জীবনের এই গোধূলি বেলায়।
পড়ে থাকে কত স্মৃতি
জমে থাকা মান অভিমান
জীবন খাতার প্রতি পাতায়।
ভালোবাসা তবু জেগে রয়
হৃদয়ের একান্ত অনুভবে
অদৃশ্যমানতায়... আবহমানতায়।