সিরিয়ার মরু প্রান্তরে লাগাতার যুদ্ধ
থরে থরে শুয়ে আছে শিশুদের লাশ
এদেশে তবু কিভাবে যেন বসন্ত আসে
ফোটে অগণিত ফুল শিমুল পলাশ!

আমরা থাকি নিয়ে যারা আশেপাশে
থাকি আমোদে প্রমোদে ভালোবেসে
আয়েশে বিলাসে আবেশে উল্লাসে।

ও তো যা হয়েছে..হচ্ছে --
অন্য দেশে... দূর দেশে
আঁচড় তো লাগেনি আমাদের কেশে!

তখন শুধু সিরিয়ায় নয় --

মনের গহিন দেশে
অন্তরের অন্তস্থলের দেশে
ঘটে চলে...এক অন্তর্দহন
বিবেকের দহন!

আমরা কি ভুলে গেছি সেই গান --
"মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে..."

যুদ্ধ মানে --
মানুষের মৃত্যু, মানবতার মৃত্যু
প্রাণের অবলুপ্তি, সভ্যতার অপমৃত্যু!

যুদ্ধ মানে --
কতো সম্ভাবনার মৃত্যু
কতো ইতিহাসের মৃত্যু!

ক্ষমতাধররা মারছে মানুষ
মানুষ নেই মানুষের পাশে
মানুষ আজ হয়েছে অমানুষ!

সূর্য বদলাবেনা জানি
দিন বদলাবে তা মানি।
তাই, আছি অপেক্ষায়
মানবতার আলো নিয়ে সূর্য
কবে নিয়ে আসবে নতুন ভোর?

চেয়ে আছি তাই অবিরত......
যুদ্ধহীন পৃথিবীতে আবার
নতুন প্রাণ কবে হবে বিকশিত!!


30th July, 2018
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।