তোমার কথা ভাবি যখন,
একটা মানুষ একা ভীষণ
মনের মধ্যে খুঁজে দেখা ...
ভুলগুলো কি আমার একা!

কার সাথে কি যে অভিমান
জীবন কেন তবু চলমান ...
জীবন মানে বাঁচার লড়াই
তবু কেন না পারার গান গাই?

মিথ্যে প্রেমের কাব্য আঁকা
চাইনা জীবন মিথ্যে বাঁচা
লুকোচুরি আজ ছায়ার সাথে
দূরের ফানুস গভীর রাতে!

তোমার কথা ভাবি যখন,
অনুতাপ উত্তাপ বুকে তখন
জীবন মানেই, ... ফিরে দেখা
হৃদয় মাঝে, ... হৃদয় রাখা!

24th October, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।