🍁
অন্তহীন এই আঁধার নিয়ে
কালচৈত্রের হোক সংক্রান্তি!
হোক হিরণ্ময় আলোর হিসেব জমা-খরচ
আঁকা হোক মনের বিস্তৃত হালখাতায়
আষ্টেপৃষ্ঠে জড়ানো জীবনের গণিত-জ্যামিতি
মহামারী, মৃত্যু-বিভীষিকা দু'পায়ে মাড়িয়ে
এগিয়ে যাক চিরমঙ্গল শোভাযাত্রা...
নতজানু হয়ে যুদ্ধাস্ত্র নামিয়ে রাখি মাটিতে
হে মৃত্তিকা, জলদবরণ হও, পূর্ণ হোক স্নান!
ধরণীর বুকে সুখের ছাপ ফেলে
এসো হে পয়লা-বৈশাখ
আশার আলোর নতুন ভোর...


🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > পয়লা বৈশাখ, ১৪২৯