মানসলোকের তুলসীতলায়
এখন ঝোড়ো হাওয়া,
প্রদীপ নিভে যাচ্ছে বারবার।
বিষ ঢুকে গেছে মেধা ও মননে
অবিশ্বাস ঢুকেছে ভালোবাসার অন্দরমহলে!