আলো খুঁজে বেড়াই, সেই আলো
আঁচল ভরে সূর্যাস্তের সব রঙ
তুলে নেওয়ার আগেই সন্ধ্যা নামে
মেঘের ছায়ায় চাঁদ চুরি হয়ে যায়
রাত পাহারাদার চেঁচায় বেদম
প্রেমের জৌলুশ খ্যাতি রঙ মুছে গেছে
দু'টি চোখের গভীরে কত ভোর ডুবে গেছে
চারপাশে শুধু নিরেট অন্ধকার..
হারিয়ে গেছে কুয়োতলার শিউলির ডালে
নতুন ভোরের সোনালি জড়োয়া অহংকার!

অস্পষ্ট চোখে শুধু সন্দেহ বাড়ে
কি জানি, ইমিটেশনগুলি কি আজ
মানুষের কাছে বড় বেশি জীবন্ত মনে হয়?
পাশের বাড়ির বারান্দায় বিকেলের অস্তরাগ
আগামীর দরজা জানালা খুলে দাও সব
বিলাসী হৃদয়ে নির্জন অভিমানে হাতছানি দেয়
আমার চোখের জলে লুন্ঠিত আলোর প্রতিবিম্ব!